ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজায় প্রতি সপ্তাহে নিহত হচ্ছে ১৩ সাংবাদিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৬, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:১৭, ৭ এপ্রিল ২০২৫

গাজায় প্রতি সপ্তাহে নিহত হচ্ছে ১৩ সাংবাদিক

ছবি: সংগৃহীত

খবর সংগ্রহের জন্য দুর্গম পথ অতিক্রম করে সাংবাদিকরা। সেই সাংবাদিকদের জন্য ভয়াবহ অঞ্চল এখন গাজা উপত্যকা। ইসরায়েলের হামলায় গত ১৫ মাসে প্রতি সপ্তাহে ১৩ জন সাংবাদিক নিহত হয়েছে।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিরাপদে খবর সংগ্রহ করার মত অবস্থাও গাজাতে নেই। ইসরায়েলের সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে অন্য কিছুর মত সাংবাদিকরাও পড়ছে। গত ১৫ মাসে ২০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে।

সোমবার সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা করে ইসরায়েল। ঘটনাস্থলে দুই সাংবাদিক নিহত হয়। সাতজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিকদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয় বলে জানা গেছে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত সাংবাদিকদের একজনের নাম হেলমি আল ফাকাউই, অন্যজনের নাম ইউসেফ আল খাজিনদার।

ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় নারী ও শিশুতো আছেই, নিহত হচ্ছে শারীরিক প্রতিবন্ধীরাও। নিহতের তালিকায় আছে চিকিৎসকও। যারা মানুষের জীবন রক্ষা করেন।

শহীদ

×