
ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ব্যাপক শুল্ক আরোপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ব্যাপক শুল্ক আরোপের পর ৫০টিরও বেশি দেশ সরাসরি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। সোমবার প্রশাসনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ করায় গত সপ্তাহে মার্কিন শেয়ার মূল্যের প্রায় ৬ ট্রিলিয়ন ডলার পতন হয়।
এরপর এই শুল্ক আরোপের বিষয়টি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি করে। তবে রবিবার টক শো সাক্ষাৎকারে ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টারা শুল্ক আরোপের পক্ষে কথা বলেছেন। খবর সিএনএনের।
বিশ্ব বাণিজ্যে মার্কিন অবস্থান শক্তিশালী করার জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ বলে জানান তারা। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট প্রকাশ করেছেন, শুল্ক ঘোষণার পর থেকে ৫০ টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে কোন কোন দেশ তা জানাননি বেসেন্ট। বেসেন্ট দাবি করেছেন, শুল্ক ট্রাম্পকে সর্বোচ্চ সুবিধা দেবে।
যদিও মার্কিন অর্থনীতিতে এর প্রভাব অনিশ্চিত তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান বৃদ্ধি হবে বলে জানান এবং মন্দার কোন আশঙ্কা নেই বলেও উল্লেখ করেন। তা সত্ত্বেও অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়েছেন যে শুল্কের ফলে মার্কিন মোট দেশজ উৎপাদন (জিডিপি) হ্রাস পেতে পারে। ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশ থেকে সব আমদানি পণ্যে যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, শনিবার থেকে তা নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে তাইওয়ান, ইসরাইল, ভারত এবং ইতালির মতো মার্কিন মিত্ররা ইতিমধ্যেই শুল্ক এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। এশিয়ার শেয়ারবাজারগুলোতে সোমবার রেকর্ড দরপতন হয়েছে। এই পতনের মাত্রা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রভাবে বৈশ্বিক বাজারগুলোতে দরপতন হচ্ছে। সাংহাই থেকে টোকিও, সিডনি থেকে হংকং প্রায় সব বাজারের সূচকই রেকর্ড হারে পতন হয়েছে। সাংহাই কম্পোজিট সূচক একপর্যায়ে ৮ শতাংশ এরও বেশি নিচে নেমে যায়।
হংকংয়ের হ্যাং সেং ১৩.২২ শতাংশ নিচে বন্ধ হয়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ পতন। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৭.৮ শতাংশ কমেছে। বিশ্লেষকরা একে রক্তস্নান বলে আখ্যায়িত করেছেন। ইউরোপের বাজারগুলোও সোমবার সকালে নি¤œমুখী ছিল, ব্যাংক ও প্রতিরক্ষা খাতের শেয়ারে সবচেয়ে বেশি ধস নেমেছে।