
ধর্মীয় উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিন ক্যলিফোর্নিয়ার বিশ্বের ধর্মপ্রান মুসলমানরা সম্প্রতি পবিত্র ঈদুল ফিতর পালন করেছে। ঈদ উৎসব উদযাপন যদিও সমাপ্ত হয়েছে, কিন্তু ঈদ আনন্দ পালনের রেশ এখনো অব্যাহত রয়েছে।
পবিত্র ঈদ পালনের পূর্বরাতে অর্থ্যাৎ শেষ রোজা পালনের দিনটি ‘চাঁদরাত’ নামটি, আমাদের অনেকের কাছে বহুল পরিচিত একটি নাম। চাঁদরাত পালনের উল্লেখযোগ্য আয়োজনের মধ্য রয়েছে: উৎসবমুখর আয়োজন, ঈদের কেনাকাটা, হাতে মেহেদির রঙ লাগানো, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের আয়োজন। ঈদের আনন্দের অংশ হিসেবে ‘চাঁদরাত’ উৎসব পালন আমাদের মুসলমান সংস্কৃতির একটি বহুল পরিচিত ঐতিহ্য। যা আমাদের মুসলমান সম্প্রদায়ের কাছে বহুকাল ধরে আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। যদিও অনেকে আবার এ নিয়ে ভিন্নমত পোষণ করেন।
গেলো সপ্তাহে প্রবাসী বাংলাদেশীরা লস এন্জেলেস শহরের ‘চার্চ অব সাইন্টোলজী, লস এঞ্জেলেসের’ উন্মুক্ত চত্বরে ঈদূল ফিতর পালন উপলক্ষে চাঁদরাত উদযাপনের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। চাঁদরাত পালন উপলক্ষে উৎসব এলাকাটি বর্নীল সাজে সজ্জিত করা হয় । অনুষ্ঠানে শত শত প্রবাসী বাংলাদেশীদের পদচারণায় এলাকা চত্বর মূখরিত হয়ে ওঠে। এই প্রথমবারের মতো ইফতারের সময় মাইকে সমগ্র এলাকা জুড়ে ‘আয়ান’ ধ্বনি প্রচার করা হয় এবং আযান শেষে রোজাদাররা ইফতারের পর একসঙ্গে মাগরিব নামাজ আদায় করেন।
নামাজ শেষে সাইন্টোলজী’র লেবানন হলের অভ্যন্তরে আয়োজন করা হয়, প্রবাসী শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে সন্চালনায় ছিলেন লস এঞ্জেলস শহরের অত্যন্ত পরিচিত দু’জন জনপ্রিয় উপস্হাপক মিঠুন চৌধুরী ও সাজিয়া হক মিমি। তাঁদের অনবদ্য অনুষ্ঠান সন্চালনা সমগ্র অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
চাঁদরাতের এ বিশেষ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভসূচনা হয়, কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান ‘ও মোর রমজানের ঐ রোজার শেষ এলো খুশীর ঈদ’ সমবেত কন্ঠে গান পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উল্লেখযোগ্য আকর্ষনের মধ্যে ছিলো-শিশু কিশোরদের নৃত্য, গান, আন্তর্জাতিক ছাত্র সংগঠনের শিল্পীদের দ্বারা পরিবেশিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ওদিকে, মিলনায়তনের বাইরের চত্বরে প্রচুর জনসমাগম লক্ষ্য করা গেছে। বিভিন্ন পন্যসামগ্রীর দোকান ও হাতে মেহেদী রাঙানো দোকানগুলোতে শিশু কিশোর আর তরুণীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। ছেলেমেয়েদের ঈদের নতুন জামা-কাপড় কেনাকাটা, দেশীয় পন্যসামগ্রী আর সুস্বাদু খাবারের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড়ে পরিপূর্ণ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন শহরগুলো থেকে ছূটে আসা লস এঞ্জেলেসের সংস্কৃতি ভাবাপন্ন অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা প্রানবন্ত আড্ডায় মেতে ওঠেন ‘Beyond Films’র নামে একটি স্টলে।
আয়োজকদের পক্ষ থেকে বিশেষ র্যাফেল ড্র'য়ের আয়োজন করা হয়। আগত অতিথিদের মধ্যে থেকে অনেক ভাগ্যবান অতিথি বিশেষ পুরস্কার পেতে সক্ষম হন। মূলত: প্রাণবন্ত ও উৎসবমূখর চাঁদরাতের অনুষ্ঠানে অগনিত মানুষের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ আয়োজনের পরিকল্পনা ছিলো, একচি সফল প্রকল্প।
পরিশেষে চাঁদরাত উদযাপনের আয়োজক 'লস এন্জেলেস লিটিল বাংলাদেশ কমিউনিটি’র পক্ষে বিশিষ্ঠ প্রবীন সমাজসেবক কর্মী জনাব মোমিনুল হক বাচ্চু এবং শফিউল আলম বাবু আগত অতিথি ও লস এন্জেলেস সাইন্টোলজী মিলনায়তন কতৃপক্ষকে ধন্যবাদ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রাজু