ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মার্কিন রাজপথে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল জনতা

প্রকাশিত: ১৯:০১, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:০২, ৭ এপ্রিল ২০২৫

মার্কিন রাজপথে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল জনতা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে দেশটির রাজপথে নামে লাখো মানুষ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে আয়োজিত হয় প্রায় ১,৪০০ এর বেশি বিক্ষোভ সমাবেশ। 'হ্যান্ডস অফ' নামের এই আন্দোলনে অংশ নেন বিভিন্ন নাগরিক অধিকার সংস্থা, নারী ও শ্রমিক সংগঠন, অবসরপ্রাপ্ত কর্মচারীসহ সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের বিলিয়নিয়ারপ্রীতি ও দুর্নীতির অবসান, সামাজিক নিরাপত্তা খাতে অর্থায়ন বজায় রাখা এবং সংখ্যালঘু ও অভিবাসীদের উপর নিপীড়ন বন্ধের দাবি জানান। সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে, যেখানে অংশ নেন ছয় লাখের বেশি মানুষ।

এই বিক্ষোভে ফিলিস্তিনিদের প্রতি সংহতিও জানানো হয়। গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে বহু মার্কিনি প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানে মুখর হন। অংশ নেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরাও। তারা স্পষ্ট বার্তা দেন-গণতন্ত্রে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

 

মেহেদী হাসান

×