
ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে পোলিও টিকার চালান প্রবেশে বাধা দেওয়ার কারণে ৬ লাখ ২ হাজার শিশু পোলিওজনিত পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় শিশুদের স্বাস্থ্য বিপর্যস্ত করতে এই পদক্ষেপ নিয়েছে। বর্তমানে, গাজা উপত্যকা পোলিও টাইম বোমার মতো অবস্থায় রয়েছে। কোনো শিশুর পোলিও হলে তা দ্রুত মহামারির আকার ধারণ করতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ জানিয়েছে, ইসরায়েল যেন গাজার শিশুদের জন্য জরুরি পোলিও টিকার চালান প্রবেশ করতে দেয় এবং টিকাকর্মীদের ওপর হামলা বন্ধ করে। মানবিক সাহায্য ও সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হলেও ইসরায়েলি বাহিনীর অভিযানের কারণে স্বাস্থ্য সেবা কার্যক্রম স্থগিত রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান, যা এখনো অব্যাহত রয়েছে। গত ২০ দিনে গাজায় ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় নিহতদের ৫৬ শতাংশ নারী ও শিশু, এবং ৫০ হাজার ৭ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানালেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন যে হামাসকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত অভিযান চলবে।
এই সংকটময় পরিস্থিতিতে, গাজার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।
সূত্র : আনাদোলু এজেন্সি
মেহেদী হাসান