
ছবি সংগৃহীত
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক হেলমি আল-ফাকাওয়ি।সোমবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে গভর্নমেন্ট মিডিয়া অফিস।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খান ইউনিস শহরের একটি হাসপাতালের কাছে সাংবাদিকদের তাবুতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে কমপক্ষে দুইজন নিহত হন এবং সাতজন আহত হন। নিহতদের একজনই ছিলেন হেলমি।
এর আগে, ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এপ্রিলের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গাজায় সাংবাদিকদের ওপর চলমান সহিংসতা ইতিহাসের সর্বোচ্চ। সংস্থাটির হিসাব মতে, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে নিহত সাংবাদিকের সংখ্যা ২৩২ জন।
আশিক