
ছবি সংগৃহীত
গাজার ওপর চলমান অবরোধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় মানবিক সহায়তা প্রবাহের খবরকে অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সম্প্রতি ইসরায়েলি দৈনিক ইয়েদিয়থ আহরোনথ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল সেনাবাহিনী গাজার জনগণের জন্য সহায়তা পাঠানোর একটি প্রাথমিক প্রকল্প বাস্তবায়ন করছে, তবে এই সহায়তা হামাসের কাছে পৌঁছাবে না।
তবে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজি স্মোটরিচ এই প্রতিবেদনের প্রতিবাদ করে বলেছেন, “একটিও গমের দানা গাজায় প্রবাহিত হবে না।”
ইসরায়েলি সেনাবাহিনী এক টুইট বার্তায় জানিয়েছে, "আজ সকালে মানবিক সহায়তা সম্পর্কিত ঘোষণার পর, ইসরায়েল সেনাবাহিনী রাজনৈতিক উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। ইসরায়েল কোনোভাবেই হামাসের কাছে সহায়তা পাঠাবে না।"
আশিক