
ছবি: সংগৃহীত
সোমবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক হেলমি আল-ফাকাওয়ি নিহত হন এবং আরও নয়জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলা হয় গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নাসির হাসপাতালের ভেতরে অবস্থিত এক মিডিয়া তাঁবুর ওপর। হামলায় নিহত সাংবাদিকের সহকর্মীরা জানান, হামলার পর তাঁবুটি পুড়ে ছাই হয়ে যায় এবং ভিডিওতে এক সাংবাদিকের দগ্ধ হওয়ার দৃশ্য দেখা যায়।
এই হামলা গাজার সংঘাতের মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ২১০তম সাংবাদিক হিসেবে ফাকাওয়ির নাম উঠে এসেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, একই হামলায় আরও একজন নিহত হয়েছে। এই হামলার মাধ্যমে গাজা পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে, যেখানে ৫০,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করছে কর্তৃপক্ষ। ইসরাইল এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
সূত্র: রয়টার্স
মেহেদী হাসান