
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ে সরকার দেশটিতে আমদানি করা মার্কিন পণ্যের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৫ এপ্রিল) এক্সে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া বলেন, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং জিম্বাবুয়ের রপ্তানি বাড়ানোর পথ তৈরি হবে।
তিনি জানান, "এই উদ্যোগ ন্যায়ভিত্তিক বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।"
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে জিম্বাবুয়েসহ ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, জাপান, ভিয়েতনাম, সৌদি আরব, তুরস্ক, ব্রাজিলসহ একাধিক দেশ রয়েছে।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেন, তার দেশ সব সময়ই বিশ্বব্যাপী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং কোনো দেশের সঙ্গে বৈরিতা চায় না।
কানন