
ছবিঃ সংগৃহীত
সাধারণত ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসাই ভ্রমণের সুবিধার উপর ভিত্তি করে পাসপোর্টের মানদন্ড বিবেচনা করা হয়। তবে আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোম্যাড ক্যাপিটালিস্ট ৫টি মানদন্ড বিশ্লেষণ করে ২০২৫ সালের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে। এগুলোর মধ্যে আছে- ভিসামুক্ত ভ্রমণ, করব্যবস্থা, বৈশ্বিক ধারণা, দ্বৈত নাগরিকত্ব ধারণ সক্ষমতা ও ব্যক্তিগত স্বাধীনতা। এসব মানদন্ড বিভিন্ন দেশের নাগরিকত্বের প্রকৃত মূল্য বুঝতে সহায়তা করে৷ প্রকাশিত দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান নোম্যাড এর সূচকে ১০৯ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের।
দেশটির পাসপোর্টধারীরা ১৩৬ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এরপরই আছে সুইজারল্যান্ড ও গ্রীসের পাসপোর্ট। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১ তম। গত বছর তা ছিল ১৮২ তম। নোম্যাডের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৮। বাংলাদেশেদ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন ৫০ টি দেশে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই শক্তিশালী পাসপোর্টের তালিকার নিচের দিকে আছে। তবে ভূটান, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল বাংলাদেশের উপরে আছে। বাংলাদেশ থেকে নিচে আছে মিয়ানমার ও পাকিস্তান। তালিকার একদম তলানীতে আফগানিস্তান।
শক্তিশালী পাসপোর্টের তালিকার সেরা দশে বেশিরভাগই ইউরোপের দেশ। যৌথভাবে দশম অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাত, ও নিউজিল্যান্ড। এছাড়াও যুক্তরাজ্য-২১, জাপান-৩৭, যুক্তরাষ্ট্র-৪৫, রাশিয়া-৯৫ এবং চীন-১১৯ তম অবস্থানে আছে।