ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

এবার ইসরায়েলে নেমে এল নতুন বিপদ

প্রকাশিত: ১৩:৪৮, ৭ এপ্রিল ২০২৫

এবার ইসরায়েলে নেমে এল নতুন বিপদ

ছবি: সংগৃহীত

রোববার (৬ এপ্রিল) রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে একযোগে অন্তত ১০টি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। দেশটির গণমাধ্যম অনুযায়ী, এটি কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় রকেট হামলা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি রকেটের মধ্যে পাঁচটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একটি রকেট সরাসরি আশকেলন শহরে আঘাত হানে, যার ফলে একজন আহত হন এবং কিছু ক্ষয়ক্ষতি হয়।

টাইমস অব ইসরায়েল জানায়, আহত ৩০ বছর বয়সী একজন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, আশ্রয়কেন্দ্রে দৌড়ানোর সময় আরও দুইজন আহত হন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম।

রকেট হামলার পর আশকেলনের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি, ভাঙা জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। এ দৃশ্যটি ইসরায়েলি জরুরি বিভাগের প্রকাশিত ভিডিওতে ফুটে ওঠে।

ইসরায়েল দাবি করেছে, রকেটগুলো মধ্য গাজার দিয়ের আল-বালাহ এলাকা থেকে ছোড়া হয়েছে, যদিও সেখানে বর্তমানে ইসরায়েলি বাহিনীর কোনো সক্রিয় অভিযান চলমান নেই। হামলার পর হামাস দায় স্বীকার করে এবং জানায়, গাজায় ইসরায়েলের নির্বিচার বেসামরিক হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ জানান, যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষে তিনি হামাসের বিরুদ্ধে নতুন অভিযানের মাত্রা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

এরপর, ইসরায়েলি বাহিনীর আরবি ভাষী মুখপাত্র কর্নেল অভিচয় অদ্রি দিয়ের আল-বালাহর বেসামরিক বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য ‘চূড়ান্ত সতর্কতা’ জারি করেন।

রকেট হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে রকেট লঞ্চারের অবস্থান চিহ্নিত করে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করেছে।

শিহাব

×