
ছবি সংগৃহীত
গাজায় চলমান সংঘাতে ইসরায়েল ‘ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করছে’ এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাংবাদিক ও লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন। তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “গাজায় সাংবাদিক নিহতের সংখ্যা গত ১০০ বছরে বিশ্বজুড়ে সংঘটিত সব যুদ্ধের সম্মিলিত সাংবাদিক হতাহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।”
লোয়েনস্টাইন এই মন্তব্য করেন ব্রাউন ইউনিভার্সিটির ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের একটি গবেষণা উদ্ধৃত করে, যেখানে দেখা গেছে, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অসংখ্য সাংবাদিক নিহত হয়েছেন। গবেষণায় এই পরিসংখ্যানকে সাংবাদিকদের পরিকল্পিতভাবে নিশানা করার প্রমাণ হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে।
লোয়েনস্টাইন আরও বলেন, “যখন চীন, রাশিয়া বা ইরান সাংবাদিকদের ওপর হামলা করে, তখন পশ্চিমা গণমাধ্যমে ব্যাপক প্রতিবাদ দেখা যায়। কিন্তু ইসরায়েল সেই কাজ করলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনেকটা নীরব হয়ে যায়।”
তিনি বলেন, “এটা দেখায় গণমাধ্যমের মধ্যেই একটি অদৃশ্য শ্রেণিবিন্যাস কাজ করছে। কারা গুরুত্বপূর্ণ আর কারা নয়। দুঃখজনকভাবে, ফিলিস্তিনিরা সেই তালিকার শীর্ষে নেই।”
আশিক