
ছবি: সংগৃহীত
রাতের ঘুম ভেঙ্গে সবার মাঝে চিন্তার ছাপ। কাজ করতে আইনশৃঙ্খলা বাহিনী। এই অবস্থা চলছে ইসরাইলের দক্ষিণ অঞ্চলে।
হাজার হাজার ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ইসরাইলকে লক্ষ্য করে ১০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে কেঁপে ওঠে বিশাল এলাকা।
প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মিসাইল গুলো ভূপাতিত করার দাবি করলেও ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ২৪ বলছে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণের আশকেলন শহরে আঁছড়ে পড়ে। এতে আহতসহ ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ভবন। চিকিৎসা দিতে আসে জরুরি বিভাগ। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী।
হামাসের এমন হামলার পর নড়েচড়ে বসেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিশোধ নিতে গাজার দেইর আল বালাহর পাঁচটি এলাকা খালি করার হুমকি দিয়েছেন তিনি। বেসামরিক ভবন লক্ষ্য করে চালানো হচ্ছে ভয়াবহ হামলা। ঘটেছে প্রাণহানি ও আহত হয়েছে অনেকেই।
হামাসের প্রতিবাদের জবাবে উপত্যকায় আগ্রাসন আরো তীব্র করেছে নেতানিয়াহু।
এদিকে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজেড়েই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের পাশে।
মায়মুনা