ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

প্রকাশিত: ১১:২০, ৭ এপ্রিল ২০২৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র পৌঁছেছেন। রবিবার (৬ এপ্রিল) রাতে তিনি ওয়াশিংটনে আসেন বলে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এই সফরে নেতানিয়াহু আগামী দুই দিন ধরে ট্রাম্প ও সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।

 

 

এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মূল আলোচ্যসূচিতে রয়েছে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ পরিস্থিতি, সেখানে বর্তমানে আটক থাকা ৫৯ জন জিম্মির মুক্তি এবং ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি সম্পর্কিত বিষয়াবলী। বিশ্লেষকরা মনে করছেন, গাজা সংকটের সমাধান এবং জিম্মি মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত করাই নেতানিয়াহুর এ সফরের প্রধান উদ্দেশ্য।

 

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহু এ সফরে মার্কিন কংগ্রেসের কিছু নেতার সাথেও দেখা করবেন। ইসরায়েল-মার্কিন কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং চলমান সংকট মোকাবিলায় যৌথ পদক্ষেপ নির্ধারণ করাই এসব বৈঠকের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আঁখি

×