ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

তারা মুসলিম, তারা মানুষ, তারা ফিলিস্তিনি

প্রকাশিত: ২০:০৭, ৬ এপ্রিল ২০২৫

তারা মুসলিম, তারা মানুষ, তারা ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

গাজার অবস্থা আজকাল এক হৃদয়বিদারক বাস্তবতায় পরিণত হয়েছে। সেখানে প্রতিদিন সূর্য ওঠে, তবে আলোর দেখা মেলে না। শিশুরা জন্ম নেয়, কিন্তু তাদের কবরের পাশে রাখা হয় খেলনা। তারা মুসলিম, তারা মানুষ, তারা ফিলিস্তিনি, তবে তাদের জীবনের কোনো মূল্য নেই।

বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সহিংসতা এবং ধ্বংসের ভয়াবহতা চলছে, কিন্তু ফিলিস্তিন যেন এর এক নিরব শিকার। যেখানে মায়ের বুকের দুধের পরিবর্তে শিশুরা পায় বোমার টুকরো, তাদের সিজদার জায়গা হয়ে যায় কবর। রাসূল (সঃ) বলেছেন, "জুলুম একটি অন্ধকার যা কিয়ামতের দিন জালেমকে ঘিরে ফেলবে।"

ফিলিস্তিনের জনগণকে এই অমানবিকতার শিকার হতে হচ্ছে, তবে আল্লাহ চুপ নন। তিনি এমন এক দিনের জন্য অপেক্ষা করছেন, যেদিন পৃথিবী জুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আজ আমাদের দায়িত্ব, তাদের পাশে দাঁড়িয়ে কথা বলা, প্রার্থনা করা এবং বিশ্বকে তাদের মানবাধিকারের প্রতি সচেতন করা।

এখন সময় এসেছে, আমাদের বিবেককে জাগ্রত করে তাদের মুক্তির জন্য কাজ করার। জুলুমের পক্ষে থাকা এক ধরনের অংশীদারিত্ব, আর আমরা চাই বিশ্বে শান্তি, মানবাধিকার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।

মেহেদী হাসান

×