
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার চরমে। ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হুথি গোষ্ঠী দাবি করছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে।
তবে ইসরায়েল দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান শক্তিশালী করতে ড্রোন ব্যবহার করে হুথি ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ে উদ্বেগ ছড়িয়েছে এবং পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মেহেদী হাসান