
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের রপ্তানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এ ছাড়াও বাংলাদেশ, চীন, ভারত, ভিয়েতনাম ও জাপানসহ কয়েকটি দেশের ওপর আলাদাভাবে পারস্পরিক শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি—এই দেশগুলো মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক বসিয়ে আসছে, তাই পাল্টা ব্যবস্থা নিয়েছেন তিনি।
তবে বিশ্লেষকরা বলছেন, এর সবচেয়ে বড় প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। রোসেনব্লাট সিকিউরিটিজ জানিয়েছে, অ্যাপল যদি নতুন শুল্কের বোঝা ক্রেতাদের ওপর চাপায়, তাহলে একটি আইফোনের দাম দাঁড়াতে পারে ২,৩০০ ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা।
ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে মিত্র দেশগুলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, এখনই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বন্ধ করা উচিত। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, যুক্তরাষ্ট্র-কার সম্পর্ক আর আগের মতো থাকবে না। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্র মুক্তবাজার অর্থনীতি থেকে সরে যাচ্ছে।
ট্রাম্প দাবি করছেন, এই শুল্কই অন্যান্য দেশকে আলোচনায় বসতে বাধ্য করবে। যদিও হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, শুল্কের সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নেই।
জেপি মরগ্যান সতর্ক করেছে—এই পদক্ষেপ বৈশ্বিক মন্দার সম্ভাবনা ৪০% থেকে বাড়িয়ে ৬০%-এ নিয়ে গেছে।
কানন