
ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সার্বিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এসময় তিনি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকান্ডের কড়া সমালোচনা করেন।
ট্রাম্পের পূর্বসূরী হিসেবে প্রেসিডেন্ট ওবামা বর্তমানে চলমান কেন্দ্রীয় সরকার পুনর্গঠন, অভিবাসন ও ভিন্নমত দমনে কঠোরতা এবং সংবাদমাধ্যম ও আইনি প্রতিষ্ঠানগুলোকে ভয় দেখানোর প্রচেষ্টার তীব্র নিন্দা জানান।
হ্যামিল্টন কলেজে ওবামা এক প্রশ্ন রেখে বলেন, ট্রাম্পের বর্তমান আচরণ আমি বা আমার পূর্বসূরী কেউ করলে এখন যারা চুপ করে আছেন তারা তখনও চুপ থাকতেন কি না। ট্রাম্পের একেরপর এক শুল্কারোপের সমালোচনা করে ওবামা বলেন, এটি আমেরিকার জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করি না।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দিচ্ছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নাম প্রকাশ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খুবই উদ্বেগজনক।
ওবামা বলেন, হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার হরণের চেষ্টা করছে। যারা বাকস্বাধীনতার চর্চা করছে তাদের হুমকি দিচ্ছে। আইন প্রশাসনের সাথে জড়িতদের হুমকি দিচ্ছেন ট্রাম্প। এ ধরণের কর্মকান্ড আমেরিকান সংবিধানের পরিপন্থী।
২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময়ে কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালানোর সময় ওবামা আগেই বলেছিলেন ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তা দেশটির জন্য বিপজ্জনক হতে পারে। তখন ওবামা বলেন, ট্রাম্পের হাস্যকর আচরণের কারণে এটা ভাবার কারণ নেই যে তার শাসন বিপজ্জনক হবে না। ট্রাম্প কে নিয়ে করা ওবামার এই মন্তব্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
মায়মুনা