ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

শরণার্থী শিবিরও রক্ষা পেল না ইসরাইলি বিমান হামলা থেকে

প্রকাশিত: ০৯:৫০, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৫৫, ৬ এপ্রিল ২০২৫

শরণার্থী শিবিরও রক্ষা পেল না ইসরাইলি বিমান হামলা থেকে

ছবি: সংগৃহীত

ইসরাইলি বিমান হামলা থেকে রক্ষা পেল না ফিলিস্তিনের শরণার্থী শিবিরও। কিছুদিন আগেও যে জায়গাটি ছিল ফিলিস্তিনি শিশুদের পড়াশোনা আর খেলাধুলায় মুখরিত, তা আজ ইসরাইলি হামলায় গুড়িয়ে গেছে। এই ধ্বংসস্তূপের মাঝে সন্তানহারা মা বাবা খুঁজে বেড়াচ্ছেন তাদের সন্তানদের।

গত ৪ এপ্রিল এক ভিডিও ফুটেজে দেখা যায়, গাজাবাসী মৃত্যু ঝুঁকি নিয়েও এই ধ্বংসস্তূপের মাঝে খুঁজে বাড়াচ্ছেন আপনজনদের। গাজা শহরের উত্তর পূর্বাঞ্চলের তুফফা অঞ্চলে অবস্থিত এই স্কুলটিকে শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করে আসছিল গাজাবাসি।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করা এই স্কুলটিতে বিমান হামলায় ৩১ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ ছিল। কিন্তু তাদেরকে বের করে আনা সম্ভব হয়নি। ইসরাইলি সেনাবাহিনী এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার তারা জানায়, গাজা শহরের হামাস কমান্ড ও প্রধান কন্ট্রোল সেন্টারে প্রধান সন্ত্রাসীদের অভিযান চালানো হয়েছে এবং নাগরিকদের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ১৮ মার্চ, মঙ্গলবার হামাস ও ইসরাইলের মধ্যে বন্দি ও জিম্মি বিনিময়ের মাধ্যমে করা যুদ্ধবিরতির পর আবারো হামলা করে ইসরাইলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ১২৪৯ জন ফিলিস্তিনি নিহত ও ৩০২২ জন আহত হয়েছেন।

সূত্র: https://youtu.be/_UruKjt0alI?si=vIGAG7IJk_vYPZUg

মায়মুনা

×