
ইসরাইলের হামলায় গাজার হাসপাতালে আহত শিশুরা
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার পর থেকে প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের ওপর।
প্রতিদিনের হতাহতের যে সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে, তা বিশেষ উদ্বেগের বিষয়। এর আগে শুক্রবার ভোরে ইসরাইলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল-আহলি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, এখন আর আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত জায়গা নেই।
হাসপাতালটি দ্রুত অস্থির পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সেবা সরবরাহের ব্যবস্থা অত্যন্ত সীমিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হয়েছেন।
শনিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, গাজা এখন এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের প্রাণহানির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এবং অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনদের।
হামাস, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন, সতর্ক করে জানিয়েছে যে, গাজায় যেসব এলাকাকে নতুন করে ইসরাইলি সামরিক উচ্ছেদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, সেসব এলাকায় থাকা অন্য বন্দিদের অধিকাংশই এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বলেছে, নতুন অভিযানের কারণে গাজার শিশু, নারী ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।