
ছবি: সংগৃহীত
সিরিয়া ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষিতে তুরস্ক কোন রকম সংঘাতে জড়াতে চায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা সিরিয়া ও ইসরাইলের সঙ্গে সংঘাতে যেতে আগ্রহী নই। কারণ, সিরিয়া হচ্ছে সিরিয়ান জনগণের। এটি তুরস্ক কিংবা ইসরাইলের বিষয় নয়।”
গত বছরের ডিসেম্বর মাস থেকে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর থেকেই দেশটিতে একাধিকবার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছড়ালেও, তুরস্ক বরাবরই সংযত ভূমিকা পালন করে চলেছে।
হাকান ফিদান আরও বলেন, “সিরিয়ার জনগণই ঠিক করবে তাদের ভবিষ্যৎ কেমন হবে। তারা চাইলে বাইরের দেশের সহায়তা নিতে পারে, আবার ইসরাইলের সাথেও সমঝোতায় যেতে পারে – সেটি তাদের সিদ্ধান্ত।”
তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যের একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
মেহেদী হাসান