
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্যের অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া বক্তব্যটি মোদি কবে দিয়েছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদী গণিতের এ+বি হোল স্কয়ার এর সূত্র নিয়ে কথা বলছেন। যেখানে মোদীকে বলতে শুনা যায়, (a+b)2=a2+2ab+b2 এখানে a2, b2 ঠিক আছে কিন্তু মাঝখানের 2ab কোথা থেকে আসল।
গণিতের বিশ্লেষণে দেখা যায়, (a+b)2=a2+2ab+b2 গণিত বলে এর ব্যাখ্যা হল-
(a+b)(a+b)
=(a2+ab+ba+b2)
=a2+2ab+b2
ফুয়াদ