ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

তীব্র বাণিজ্য যুদ্ধের মুখে বিশ্ব, চীনের এক পদক্ষেপেই ধরাশায়ী আমেরিকা!

প্রকাশিত: ১৫:২৯, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৩১, ৫ এপ্রিল ২০২৫

তীব্র বাণিজ্য যুদ্ধের মুখে বিশ্ব, চীনের এক পদক্ষেপেই ধরাশায়ী আমেরিকা!

দায়িত্ব নিয়ে সারা বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার প্রভাব পড়েছে সারাবিশ্বের অর্থনীতিতে।

ইউরোপ-আফ্রিকা থেকে শুরু করে বাংলাদেশ কিংবা ভারত, কেউই বাদ যায়নি ট্রাম্পের এই বাণিজ্য যুদ্ধ থেকে। শুল্কের এই প্রভাব বৈশ্বিক শেয়ারবাজারে এর বিরুপ প্রভাব পড়েছে।

তবে চীনের পাল্টা শুল্কারোপের পর মার্কিন শেয়ারবাজারে নেমেছে বড় ধরনের ধস।টালমাতাল পরিস্থিতিতে বেশ শঙ্কায় দিন পার করছেন বিনিয়োগকারীরা।  

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, গতকাল শুক্রবার মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে। এ দিন প্রধান প্রধান সূচকগুলো প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। চীনা পণ্যের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন সূচকের মান কমতে থাকে। 

এনবিসি নিউজ জানিয়েছে, বিস্তৃতভিত্তিক এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৬%। প্রযুক্তিনির্ভর নাসডাকের ৫.৮% সূচক হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড়ে ২,২০০ পয়েন্টেরও বেশি হারিয়েছে বা প্রায় ৫.৫% হ্রাস পেয়েছে। ছোট মার্কিন কোম্পানিগুলির স্টক ট্র্যাক করে এমন রাসেল ২০০০ সূচক ৪% হ্রাস পেয়েছে।

ট্রেডিং ফ্লোরে শুক্রবার ছিল টানা দ্বিতীয় অস্থিরতার দিন। এর আগে বৃহস্পতিবার এসঅ্যান্ডপি সূচক কোভিড-১৯ মহামারির প্রথম পর্যায়ের পর সবচেয়ে খারাপ দিনটি অতিক্রম করে।

চীন জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিরল কিছু পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও জানিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত মার্কিন বাজার ছাড়াও বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে।

 

ফুয়াদ

×