
টিমোথি হাফ
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও সাইবার কমান্ডের পরিচালক টিমোথি হাফকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, যা দুইজন বর্তমান ও একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবরটি প্রকাশ করে।
টিমোথির সঙ্গে এনএসএর ডেপুটি পরিচালক ওয়েন্ডি নোবলকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। তবে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার একটি পদে পুনর্নিয়োগ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, টিমোথি ও নোবলকে অপসারণের কারণ এখনো স্পষ্ট নয়। এই হঠাৎ সিদ্ধান্তে হোয়াইট হাউজ এবং পেন্টাগনও কোনো মন্তব্য করেনি।