ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পেঙ্গুইনদেরও ছাড়লেন না ট্রাম্প

প্রকাশিত: ২০:২৩, ৪ এপ্রিল ২০২৫

পেঙ্গুইনদেরও ছাড়লেন না ট্রাম্প

ছবি: সংগৃহীত।

রাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য প্রায়শই আলোচনায় থাকেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) তিনি বিশ্বের শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেন, যা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক, বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ট্রোল।

বিশেষ করে ট্রাম্প অস্ট্রেলিয়ার এমন দুটি দ্বীপের ওপর শুল্কারোপ করেছেন, যেগুলোর একমাত্র বাসিন্দা পেঙ্গুইন! আর এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে অসংখ্য কৌতুক, ব্যঙ্গচিত্র ও মিম। ট্রাম্পের সাবেক যোগাযোগ প্রধানও ব্যঙ্গ করে বলেন, "পেঙ্গুইনরা তো আমাদের বহুদিন ধরেই ঠকাচ্ছে!"

ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছেন, “ট্রাম্প পেঙ্গুইনদেরও ছাড়লেন না, কিন্তু পুতিনকে ছেড়ে দিলেন!” রাশিয়ার ওপর নতুন করে শুল্ক আরোপ না করায় হোয়াইট হাউসের ব্যাখা—মস্কোর বিরুদ্ধে আগেই নিষেধাজ্ঞা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উল্লেখযোগ্য কোনো বাণিজ্য নেই, যাতে নতুন করে শুল্ক আরোপের সুযোগ থাকে।

ট্রাম্পের ঘোষিত এই নতুন শুল্কনীতি ইতিমধ্যে বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। তিনি ঘোষণা দিয়েছেন, সব আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন শুল্ক’ আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে। পাশাপাশি পাল্টা শুল্কগুলো কার্যকর হবে ৯ এপ্রিল থেকে।

উল্লেখ্য, এই সিদ্ধান্তকে ট্রাম্প অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য একটি ‘মুক্তির দিন’ হিসেবে।

সায়মা ইসলাম

×