
ছবিঃ সংগৃহীত
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে বুধবার রাতে একটি বিতর্কিত বিল পাস হয়েছে, যা মুসলিমদের দান করা সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায়। "ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪" নামক এই বিলটি তীব্র বিতর্কের মধ্যে পাস হয়। বিলের আলোচনায় অংশ নিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বিক্ষোভ প্রদর্শন করে বিলের কপি ছিঁড়ে ফেলেন।
ওয়াইসি এই বিলকে অসাংবিধানিক দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি সরকার দেশে সংঘাত তৈরি করতে চাইছে।
তিনি সতর্ক করে বলেন, "আগামীতে কালেক্টর এবং ডিএমরা বলে দেবেন যে এটি সরকারি সম্পত্তি এবং সেখানে পোস্টার সাঁটাবেন। মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে।" ওয়াইসি দাবি করেন, এই বিল পাস হলে, দেশের প্রাচীন মন্দিরগুলো সুরক্ষিত হবে, কিন্তু মসজিদগুলো নয়।
তিনি বলেন, ওয়াকফ বিল ভারতের মুসলমানদের ইমান ইবাদতের উপর হামলা।এদেশের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যুদ্ধ ঘোষণা করা হয়েছে, আমাদের সমাধি,মসজিদ,দরগাকে টার্গেট করা হচ্ছে, মুসলিমদের অন্য দারস্থ করা হচ্ছে।
মারিয়া