
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট, বিমসটেক-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মোদি লিখেছেন, “বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। বাংলাদেশকে কেন্দ্র করে একটি গঠনমূলক ও জনমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলকতা এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনের কথা পুনরায় নিশ্চিত করেছি। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি।”
বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।
আঁখি