
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি তার ফেসবুক টাইমলাইন এ বৈঠকের ছবি শেয়ার করে বলেন, ভারত নেপালের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা ভারত-নেপাল বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে জ্বালানি, সংযোগ, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তি খাতে।
এ বছরের বিমসটেক সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ইতিবাচক ফলাফল নিয়েও আলোচনা হয়েছে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও সমুদ্র পরিবহনের ক্ষেত্রে।
আঁখি