ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

চিকেন’স নেক নিয়ে আতঙ্কে দিল্লি

প্রকাশিত: ১৬:১৪, ৪ এপ্রিল ২০২৫

চিকেন’স নেক নিয়ে আতঙ্কে দিল্লি

ছবি সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত মাত্র ২০-২২ কিলোমিটার প্রশস্ত ভূখণ্ডটি হলো শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেন'স নেক’ নামে পরিচিত। সামরিক ও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ভারত।

সম্প্রতি চীন সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে আখ্যা দেন। তার এই মন্তব্যের পর ভারত দ্রুত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করেছে।

শিলিগুড়ি করিডোর উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী একমাত্র করিডোর। পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান এবং দক্ষিণে বাংলাদেশ থাকায় এটি ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল। এই সংকীর্ণ করিডোরের নিয়ন্ত্রণ হারালে ভারত উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ড. ইউনূসের সাম্প্রতিক মন্তব্যের পর ভারত সরকার শিলিগুড়ি করিডোরের সামরিক শক্তি বাড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। যেমন- হাশিমারা বিমানঘাঁটিতে রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন, শিলিগুড়ি করিডোরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট মোতায়েন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংযুক্ত করে আকাশ প্রতিরক্ষা জোরদার ও টি-৯০ ট্যাংকসহ লাইভ-ফায়ার মহড়া চলে নিয়মিত। 

এছাড়াও, শিলিগুড়ির সুকনায় ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর অবস্থিত। এই কর্পসকে আরও শক্তিশালী করা হয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×