ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র দেখতে চায় ভারত :ভারতের পররাষ্ট্রসচিব

প্রকাশিত: ১৫:৪১, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৫৯, ৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে  গণতন্ত্র দেখতে চায় ভারত :ভারতের পররাষ্ট্রসচিব

ছবি : সংগৃহীত

ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে আগ্রহী। শুক্রবার ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ আশা প্রকাশ করেন।  

 

 

একাধিক বৈঠক সূত্রে জানা গেছে, নরেন্দ্র মোদি বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। এ প্রসঙ্গে ড. ইউনূস তাকে জানান, প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। তবে অতিরিক্ত সংস্কার প্রয়োজন হলে আগামী বছরের জুনের মধ্যে ভোট সম্পন্ন করা হতে পারে বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

 

এছাড়া, বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ও আলোচনা হয়। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট মন্তব্য না করলেও তারা বিষয়টি নথিভুক্ত করেছেন বলে জানা গেছে।

আঁখি

×