
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই শুল্ক বাতিল করার আহ্বান জানায়। সেই সাথে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন চীন।
বিবৃতিতে বলা হয়, "যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বহু বছরের আন্তর্জাতিক বাণিজ্য সমঝোতাকে অগ্রাহ্য করেছে। যুক্তরাষ্ট্র যে বিশ্ববাণিজ্য থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে, সেটাও উপেক্ষা করা হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে।"
বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, চীনা পণ্যের ওপর ৩৪% শুল্ক বসানো হচ্ছে, যা এ বছরের শুরুতে ঘোষিত ২০% শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট ৫৪% হবে। নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প ৬০% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা প্রায় বাস্তবায়নের পথে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার থেকে চীনের রপ্তানিকারকরা ১০% ভিত্তিগত শুল্কের সম্মুখীন হবেন। এরপর ৯ এপ্রিল থেকে অতিরিক্ত "পাল্টা শুল্ক" কার্যকর হবে, যা চীনের জন্য আমেরিকায় রপ্তানি কার্যক্রমকে আরও ব্যয়বহুল করে তুলবে।
আশিক