ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ট্রাম্পের সিদ্ধান্তের পাল্টা ঘুঁটি ফেললেন কানাডা

প্রকাশিত: ১৫:১৬, ৪ এপ্রিল ২০২৫

ট্রাম্পের সিদ্ধান্তের পাল্টা ঘুঁটি ফেললেন কানাডা

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রতিক্রিয়ায় মার্কিন যানবাহনের ওপর ২৫% রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।

ক্র্যানি বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের অটোমোবাইল শিল্পে ২৫% রপ্তানি শুল্ক আরোপ করেছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় কানাডাও একই হার অনুযায়ী শুল্ক আরোপ করছে। এই শুল্ক থেকে প্রাপ্ত অর্থ পুরোপুরি কানাডার অটোমোবাইল খাত ও এ খাতে কর্মরত শ্রমিকদের উন্নয়নে ব্যয় করা হবে।"

উল্লেখ্য, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে "কানাডা-ইউনাইটেড স্টেটস-মেক্সিকো এগ্রিমেন্ট (CUSMA - কুসমা)" নামক একটি মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় তিন দেশ একে অপরের নির্দিষ্ট পরিমাণ পণ্যে শুল্কছাড় দিয়ে থাকে। তবে কানাডার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মার্কিন যানবাহন আর এই সুবিধা পাবে না, শুধুমাত্র মেক্সিকো পাবে।

আশিক

×