
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিনেটে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের নবনির্বাচিত রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো। গত বৃহস্পতিবার তিনি সিনেটর চাক শুমারকে ‘ফিউরার’ নামে সম্বোধন করেন—যা ইতিহাসে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের উপাধি হিসেবে ব্যবহৃত হয়েছে।
চাক শুমার, যিনি যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাট দলের শীর্ষস্থানীয় নেতা এবং দেশটির সর্বোচ্চ পর্যায়ের ইহুদি রাজনীতিক, তার বিরুদ্ধে এমন মন্তব্যে রীতিমতো ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে।
সাংবাদিকদের সামনে মোরেনো বলেন, “প্রধান বিষয়টি হলো, রিপাবলিকানরা স্বাধীনচেতা। কিন্তু ডেমোক্র্যাটরা হচ্ছে একদল ভেড়া, যারা ‘ফিউরার শুমার’-এর আদেশ অন্ধভাবে অনুসরণ করে।”
এই বক্তব্য ঘিরে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিনেটর শুমারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “এটি সম্পূর্ণরূপে শ্রেণিবদ্ধ অ্যান্টিসেমিটিজম। আমরা এর কোনো মন্তব্য করবো না।”
এদিকে, অ্যান্টি-ডিফেমেশন লীগ (Anti-Defamation League)-এর প্রধান নির্বাহী জোনাথন গ্রিনব্লাট এক বিবৃতিতে বলেন, “একজন ইহুদি সিনেটরকে হিটলারের সাথে তুলনা করার কোনও অজুহাত থাকতে পারে না। এ ধরনের নাৎসি-সম্পর্কিত উপমা শুধুই হলোকাস্ট এবং সেই সময় নিহত ৬০ লাখ ইহুদি মানুষের স্মৃতিকে অবমাননা করে।”
উল্লেখ্য, সম্প্রতি শুমারের লেখা একটি বই প্রকাশিত হয়েছে যার নাম "Antisemitism in America: A Warning"—যেখানে তিনি আমেরিকায় ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোরেনোর এই বক্তব্য শুধুমাত্র দলীয় বিদ্বেষ বাড়াবে না, বরং তার নিজ দলের অভ্যন্তরীণ বিভাজন ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ট্যাক্স-কাট নীতিমালার উপরেও বিরূপ প্রভাব ফেলতে পারে।
কানন