
ছবি: সংগৃহীত
সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ব্যাংককের দুটি আকাশচুম্বি ভবনের সংযোগ সেতু ভেঙে পড়ে। ঠিক ওই সময় ৫২ তলার সমান উঁচু সেতুটি পার হচ্ছিলেন ৩৬ বছর বয়সী কোরিয়ান যুবক কোন ইয়ংজন। তিনি অলৌকিকভাবে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান, যা একেবারে সিনেমার চিত্রকল্পকেও হার মানিয়েছে।
ভূমিকম্পের তীব্রতায় ভবনগুলো দুলতে থাকলে, ওই যুবক সেতু থেকে লাফিয়ে নিচে পড়ে যান। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই মোবাইলে কল দিয়ে তিনি তার স্ত্রী ও সন্তানের খবর নেন। তার স্ত্রী এবং ছোট্ট কন্যা নিরাপদে রাস্তায় বেরিয়ে আসেন।
ঘটনার পরপরই কোন ইয়ংজন তার স্ত্রী ও সন্তানকে অক্ষত অবস্থায় দেখে আতঙ্কের মধ্যে অস্বস্তির নিঃশ্বাস ফেলেন। পাঁচ দিন পর, তারা গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন ওই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকার কঠিন মুহূর্তের কথা।
তবে, এই দম্পতি প্রাণে রক্ষা পেলেও, ব্যাংককের একটি ৩০ তলা নির্মাণাধীন ভবন ধসে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। এখনও নিখোঁজ আছেন ৭০ জনেরও বেশি।
ভিডিও দেখুন: https://youtu.be/SRsroN5z3hQ?si=51Yx_1tSzRUaWA9o
এম.কে.