
ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তালিকায় একমাত্র দেশ যা অন্তর্ভুক্ত হয়নি তা হল রাশিয়া। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, রাশিয়ার উপর ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্ভব নয়। কিউবা, বেলারুশ এবং উত্তর কোরিয়া ও তালিকায় নেই।
তবে, যে দেশগুলোর সঙ্গে আমেরিকার খুবই কম বাণিজ্য আছে, যেমন সিরিয়া, তারা শুল্ক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করার পর যুক্তরাষ্ট্র তাদের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ট্রাম্প রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং যুদ্ধ বন্ধের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। গত মাসে, তিনি হুমকি দিয়েছিলেন যে, রাশিয়ান তেল কেনা দেশগুলোর উপর ৫০% শুল্ক আরোপ করবেন যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হন।
রাশিয়ার মিডিয়া বলছে, শুল্ক তালিকায় রাশিয়া না থাকার কারণ হলো চলমান নিষেধাজ্ঞা। রাশিয়া থেকে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৩.৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে, যার মধ্যে প্রধানত সার, পারমাণবিক জ্বালানি এবং কিছু ধাতু অন্তর্ভুক্ত।
এদিকে, ইউক্রেনের পণ্যগুলোর উপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেঙ্কো বলেছেন, নতুন শুল্ক মূলত ছোট উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করবে, তবে তারা আরও ভাল শর্তে বাণিজ্য করতে কাজ করছে। ২০২৪ সালে, ইউক্রেন যুক্তরাষ্ট্রে ৮৭৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ৩.৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।
সূত্র: https://www.bbc.com/news/articles/cdjl3k1we8vo
আবীর