ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

তলে তলে ইসরায়েলকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যীয় যে দেশটি!

প্রকাশিত: ২০:৩৮, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৪১, ৩ এপ্রিল ২০২৫

তলে তলে ইসরায়েলকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যীয় যে দেশটি!

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে দীর্ঘদিন গোপন রাখলেও এবার সত্য ফাঁস করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্বীকার করেছেন, কাতারের সঙ্গে ইসরাইলের সুসম্পর্ক রয়েছে, এবং দেশটি ইসরাইলের শত্রু নয় বরং বন্ধু।

ইসরাইলি রাজনীতিবিদরা কাতারের বিরুদ্ধে সমালোচনা করার পর জবাব দিতে গিয়েই নেতানিয়াহু দেশটির আসল অবস্থান প্রকাশ করেন। তিনি জানান, কাতার শুধু শত্রু নয়, বরং মুসলিম বিশ্বে মধ্যস্থতাকারী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছে।

ইসরাইলের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, কাতার ফিলিস্তিনি যোদ্ধাদের অর্থায়ন করে। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন কথা বললেন নেতানিয়াহু। তার দাবি, উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ কাতার আসলে ইসরাইলের বন্ধু। তিনি জোর দিয়ে বলেন, "এই দেশকে শত্রু রাষ্ট্র বলা যাবে না।"

সম্প্রতি ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘কাতার গেট কেলেঙ্কারি’ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সহযোগী পুলিশের জেরার মুখে পড়ার পরই বিরোধীরা এই ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করে। তবে, সেখানেই নেতানিয়াহু জানান, কাতার কোনো শত্রু রাষ্ট্র নয়, বরং অনেকেই দেশটির প্রশংসা করে থাকেন।

নেতানিয়াহু আরও জানান, বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদও কাতারের প্রশংসা করে থাকেন। চলতি বছরের জানুয়ারিতে জিম্মি মুক্তির আলোচনায় দোহার ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিলেন তিনি। এমনকি আরেক বিরোধী নেতা বেনি গান্টজও বহুবার কাতারের প্রশংসা করেছেন।

ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোও কাতারের সঙ্গে গোপন ব্যবসায় জড়িত ছিল বলে জানা গেছে। গান্টজের ফিফথ ডাইমেনশন কোম্পানি কাতারকে স্পাই সফটওয়্যার বিক্রির চেষ্টাও করেছিল।

এছাড়া, জিম্মি মুক্তি আলোচনার জন্য ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বার একাধিকবার দোহা সফর করেছেন। এমনকি তিনি প্রকাশ্যেই কাতারের প্রশংসা করেছেন।

গাজার ওপর মাসের পর মাস ইসরাইলি হামলা চললেও আরব বিশ্ব কার্যত নীরব। ফিলিস্তিন সংকটের সমাধানে কোনো কার্যকর ভূমিকা নেয়নি উপসাগরীয় দেশগুলো।

ঠিক এমন এক সময়ে, যখন কাতারের ভূমিকা নিয়ে সন্দেহ দানা বাঁধছে, তখনই নেতানিয়াহু দেশটির সঙ্গে ইসরাইলের সুসম্পর্কের কথা প্রকাশ করে দিলেন। এতে বোঝা যাচ্ছে, কাতার শুধু মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই, বরং ইসরাইলের এক ঘনিষ্ঠ অংশীদারও বটে।          

নুসরাত

×