
ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওপর ‘পারস্পরিক’ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করেছে এবং আমদানির তুলনায় রপ্তানি বেশি করেছে, তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব দেশের তালিকা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বাংলাদেশের নাম উল্লেখ করে বলেন, “বাংলাদেশ, ৭৪ শতাংশ (শুল্ক), দেখুন কী চলছে।”
ট্রাম্প আরও জানান, যেসব দেশ মার্কিন পণ্য আমদানিতে বেশি শুল্ক আরোপ করেছে, তাদের কাছ থেকে ‘অর্ধেক পরিমাণ শুল্ক’ নেওয়া হবে। এ সময় তিনি চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানসহ কয়েকটি দেশের তীব্র সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, চীন ব্যতীত এসব দেশ থেকে যুক্তরাষ্ট্র এতদিন কোনো শুল্ক নেয়নি। তবে এখন থেকে পারস্পরিক শুল্কনীতি অনুসরণ করা হবে।
ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে, বাংলাদেশ যেহেতু মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করত, এখন থেকে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা আগে গড়ে ১৫ শতাংশ ছিল।
সায়মা ইসলাম