
ছবি: সংগৃহীত
ভারতের পার্লামেন্টের নীচের কক্ষে একটি বিতর্কিত বিল পাস হয়েছে, যা মুসলিমদের দান করা সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায়। ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নামে এই বিলটি বুধবার রাতে তীব্র বিতর্কের পর পাস হয়।
সরকার দাবি করছে, বিলটি ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। তবে বিরোধী দল এবং মুসলিম গোষ্ঠীগুলি এটি ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার দুর্বল করার চেষ্টা বলে অভিযোগ করছে।
বিলটি লোকসভায় ২৮৮ ভোটে পাস হয়, ২৩২ জন এর বিপক্ষে ভোট দেন। এরপর এটি রাজ্যসভায় পাঠানো হয়েছে এবং সেখানে পাস হলে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে।
বিলটি মুসলিমদের দান করা মসজিদ, মাদ্রাসা, আশ্রয় কেন্দ্র এবং ভূমির মতো সম্পত্তিগুলি নিয়ন্ত্রণ করবে। বিরোধীরা দাবি করছে, বিলটি সরকারকে এই সম্পত্তিগুলোর ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ দেয় এবং মুসলিম ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপের পথ খুলে দেয়।
বিলের আওতায়, দুইজন অমুসলিম সদস্যকে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যা বিরোধীরা কঠোরভাবে প্রতিবাদ করেছে।
সূত্র: https://www.bbc.com/news/articles/cwy744983e3o
আবীর