ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

তবে কি ইউনূসের সাথে বৈঠক করবেন না মোদী? টুইটে নেই ইউনূসের প্রসঙ্গ

প্রকাশিত: ১৪:৩২, ৩ এপ্রিল ২০২৫

তবে কি ইউনূসের সাথে বৈঠক করবেন না মোদী? টুইটে নেই ইউনূসের প্রসঙ্গ

ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩ এপ্রিল ২০২৫ তারিখে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে যোগ দিয়েছেন। তিনি তার এক টুইটে জানিয়েছেন যে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের সময় বিভিন্ন দেশের সঙ্গে ভারতীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বৈঠকে অংশগ্রহণ করবেন। তবে, মোদি তার টুইটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেননি।

এদিকে, বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার মুখপাত্র খলিলুর রহমান আশা প্রকাশ করেছেন যে, বিমসটেক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হতে পারে। যদিও এটি নিশ্চিত নয়, তিনি বলেছেন যে, এমন বৈঠকের সম্ভাবনা রয়েছে। শুক্রবার, বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে বিমসটেক চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন।

তথ্যসূত্রঃ https://lm.facebook.com/l.php?

মারিয়া

×