ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গাজার স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের হামলা, প্রাণ গেল আরও ৭৭ ফিলিস্তিনির

প্রকাশিত: ১০:৫৯, ৩ এপ্রিল ২০২৫

গাজার স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের হামলা, প্রাণ গেল আরও ৭৭ ফিলিস্তিনির

গাজায় বর্বরতা চালিয়েই যাচ্ছে তেল আবিব। বুধবার একদিনে আরও ৭৭ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (UNRWA) পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে সেনারা। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সেখানে বোমাবর্ষণ করা হয়, যাতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া বহু মানুষ গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা হামলার ফলে জরুরি চিকিৎসাসেবা প্রায় ভেঙে পড়েছে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট চরম আকার ধারণ করেছে।

এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ঘরহারা হয়েছে হাজারো মানুষ।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই হামলাকে "যুদ্ধাপরাধ" বলে নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তবে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে, কারণ প্রতিদিনই নতুন করে হামলা চালানো হচ্ছে বেসামরিক স্থাপনাগুলোতে।

সূত্র:https://tinyurl.com/3mj6e49w

আফরোজা

×