ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

" এটা বন্ধুর কাজ নয়"—ট্রাম্পের নতুন শুল্কে অস্ট্রেলিয়ার অসন্তোষ

প্রকাশিত: ১০:০১, ৩ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

 

ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির আওতায় অস্ট্রেলিয়ার সব রপ্তানির ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেছেন, অস্ট্রেলিয়ার "বাণিজ্য বাধা"—বিশেষ করে মার্কিন গরুর মাংস আমদানির নিষেধাজ্ঞা—এর জন্য দায়ী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে বলেছেন, এটি বন্ধুর কাজ নয়। তবে তিনি পাল্টা শুল্ক আরোপ না করার ঘোষণা দিয়েছেন।

 

ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশগুলোর ওপর ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটি ১০ শতাংশ।

অস্ট্রেলিয়ার বিরোধী নেতা পিটার ডাটন একে অস্ট্রেলিয়ার জন্য খারাপ দিন বলে মন্তব্য করেছেন এবং দাবি করেছেন, প্রধানমন্ত্রী আলবানিজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়তে ব্যর্থ হয়েছেন।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশন (এনএফএফ) শুল্ক আরোপে গভীর হতাশা প্রকাশ করেছে। কৃষকদের আশঙ্কা, এই সিদ্ধান্ত রপ্তানি খাতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করবে।

 

প্রধানমন্ত্রী আলবানিজ পাল্টা শুল্ক আরোপের পথে না গিয়ে বলেছেন, আমরা মূল্যস্ফীতি বাড়িয়ে অর্থনীতির ক্ষতি করব না। তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আওতায় আনুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া শুরু করব।

বিশ্লেষকদের মতে, এই শুল্ক আরোপ কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত, যা আসন্ন অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে।

কানন

×