ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভারতে ঈদের নামাজ পড়তে না দেওয়ায়, সংসদে কংগ্রেস নেতার তীব্র সমালোচনা

প্রকাশিত: ০৮:২৬, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:৫১, ৩ এপ্রিল ২০২৫

ভারতে ঈদের নামাজ পড়তে না দেওয়ায়, সংসদে কংগ্রেস নেতার তীব্র সমালোচনা

ছবি : সংগৃহীত

ভারতের সংসদে কংগ্রেস নেতা গৌরব গাঙ্গুলী সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঈদের নামাজ পড়তে না দেওয়ার ঘটনাকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সরকারের বৈষম্যমূলক আচরণের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি প্রশ্ন তোলেন, "একদিকে সরকার জনগণকে রাস্তায় ঈদের নামাজ পড়ার আহ্বান জানায়, অন্যদিকে স্থানীয় প্রশাসন তা পড়তে দেয় না - এই দ্বিচারিতা কেন?" গাঙ্গুলি এটিকে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেন।

 

 

সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়ে গাঙ্গুলী সংসদেই কঠিন প্রশ্ন রাখেন। তিনি জিজ্ঞাসা করেন, "এই লোকসভায় কতজন সংসদ সদস্য সংখ্যালঘু সম্প্রদায়ের? সরকার সংখ্যালঘুদের প্রতি কতটা সংবেদনশীল তা বোঝার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।" তার মতে, সরকারের 'ডাবল ইঞ্জিন' নীতির আড়ালে সংখ্যালঘুদের অধিকার ক্রমাগত খর্ব করা হচ্ছে।

একটি বিল প্রণয়ন প্রক্রিয়া নিয়ে গাঙ্গুলী গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, "২০২৩ সালে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কমিটির কোনো সভায়ই এই বিল নিয়ে আলোচনা হয়নি। এটি সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় প্রণয়ন করা হয়েছে।" তিনি প্রশ্ন তোলেন, "এই বিল কি সংখ্যালঘু মন্ত্রণালয়ের অজান্তেই নাগপুর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে?"

বিলের বিশেষ কিছু ধারা নিয়ে গাঙ্গুলী তীব্র আপত্তি জানান। তিনি উল্লেখ করেন, "ধারা ৩(আরএ) ও ৩(আর১) সংবিধানের অনুচ্ছেদ ২৬-এর সাথে সাংঘর্ষিক, যা ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। আজ সরকার মুসলিম, খ্রিস্টানসহ সংখ্যালঘুদের কাছ থেকে 'ধর্মীয় সার্টিফিকেট' চাইছে।" তিনি সতর্ক করে বলেন, "এটি একটি বিপজ্জনক প্রক্রিয়া, যার পরিণতি ভয়াবহ হতে পারে।"

 

 

গাঙ্গুলী ভারতের ঐতিহ্য ও সংবিধানের মূলনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "৭০০০ বছরের ইতিহাসে ভারত সব ধর্মকে সম্মান দেখিয়েছে। আজ আমরা সেই ঐতিহ্য থেকে সরে যাচ্ছি।" তিনি সরকারকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংবেদনশীল হওয়ার এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি সমুন্নত রাখার আহ্বান জানান। শেষ পর্যন্ত তিনি জোর দিয়ে বলেন, "ধর্মীয় স্বাধীনতা ভারতের মৌলিক চেতনা, কোনো আইনই এই অধিকার খর্ব করতে পারবে না।"

সূত্র:https://youtu.be/XF9V7edjhNY?si=Zj794785IYRxLEM8

আঁখি

×