ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

প্রকাশিত: ২২:১১, ২ এপ্রিল ২০২৫

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সংক্রামক রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডা. হোসেন।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট জারদারিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য একাধিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসক দল সার্বক্ষণিক তার অবস্থা পর্যবেক্ষণ করছে এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করছে।

এর আগে, স্বাস্থ্যগত জটিলতার কারণে প্রেসিডেন্ট জারদারিকে নওয়াবশাহ থেকে করাচির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সূত্র: জিও নিউজ

এম.কে.

×