ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

৫০ হাজার মার্কিন সেনার দিকে তাক করে রাখা ইরানের মিসাইল

প্রকাশিত: ২১:৩৬, ২ এপ্রিল ২০২৫

৫০ হাজার মার্কিন সেনার দিকে তাক করে রাখা ইরানের মিসাইল

ছবি: সংগৃহীত

পরমাণু চুক্তিতে না এলে ইরানে ব্যাপক মাত্রায় বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ফলে যেকোনো মুহূর্তে ভয়াবহ এক যুদ্ধ শুরু হতে পারে, বেজে চলেছে সেই অশনি সংকেত।

সার্বিক প্রেক্ষাপটে হামলার শিকার হলে মুহূর্তেই পাল্টা আঘাত হানতে এরই মাঝে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মোতায়ন করেছে ইরান। ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, দেশ জুড়ে থাকা ভূগর্ভস্থ সকল ঘাঁটিতে উৎক্ষেপণ যন্ত্রে বসানো হয়েছে শত শত মিসাইল, যাতে মুহূর্তেই সেগুলো ছুড়ে মারা যায় শত্রু শিবিরে।

তেহরান টাইমস জানায়, বিশ্বের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র বা তাদের সাথে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম এসব মিসাইল। ফলে ইরানে আঘাত হানলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে।

ইরান যেকোনো সময় পরমাণু অস্ত্র বানাতে পারে, সেই আশঙ্কা থেকেই তাদের একটি চুক্তিতে আসতে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে সর্বশেষ বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান পরমাণু কার্যক্রম নিয়ে নতুন চুক্তিতে না এলে সেখানে এত বেশি বোমা ফেলা হবে, এর আগে যা তারা দেখেনি। একই সাথে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে আরো বিস্তৃত পরিসরে নিষেধাজ্ঞা দেয়ারও হুমকি দিয়েছেন তিনি।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্পকে সতর্ক করে দিয়ে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার আমির আলী বলেছেন, মধ্যপ্রাচ্যসহ ইরানের আশেপাশেই যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি সামরিক ঘাঁটি আছে, আর সেগুলোতে আছে ৫০ হাজার মার্কিন সেনা। প্রতীকের দ্বারস্থ হয়ে তিনি বলেন, ইরানের আওতায় থাকা ওই সেনারা মূলত একটি কাঁচ ঘেরা ঘরে অবস্থান করছে। সেখান থেকে পাথর ছুড়লে পাল্টা আঘাতে ধ্বসে পড়বে সেই কাচের ঘর। ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর সাহস করবে না বলে অভিমত তার। তবে এরপরও হামলা হলে ৫০ হাজার মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=0hUO8grjhsQ

রাকিব

×