ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইসরায়েল গাজায় ভূমি আক্রমণ সম্প্রসারণ করছে; মহামারির আশঙ্কা বেড়ে যাচ্ছে

প্রকাশিত: ২১:২৬, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৭, ২ এপ্রিল ২০২৫

ইসরায়েল গাজায় ভূমি আক্রমণ সম্প্রসারণ করছে; মহামারির আশঙ্কা বেড়ে যাচ্ছে

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তাদের সেনাবাহিনী "প্রশস্ত এলাকা" দখল করবে এবং গাজার "বাফার অঞ্চল" গুলোর পরিধি বৃদ্ধি করবে, কারণ তারা মাটির আক্রমণ বাড়াচ্ছে।

এই ঘোষণা এসেছে, যখন ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের ফলে গাজার নিহতের সংখ্যা অন্তত ৬৮ এ পৌঁছেছে, যা গত ভোরে শুরু হয়েছে। গত মাসে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ১,১০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজায় সমস্ত বেকারি বন্ধ হয়ে গেছে, যার মধ্যে ২৫টি বিশ্ব খাদ্য কর্মসূচির অধীনে পরিচালিত, কারণ ইসরায়েলের অবরোধ গাজা উপত্যকায় ৩১ তম দিনে প্রবাহিত হচ্ছে, যা যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে দীর্ঘ সময়ের অবরোধ।

 

 

সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/2/live-israels-gaza-blockade-reaches-one-month-forcing-bakeries-to-close

আবীর

×