ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইরানি মিসাইলে পুড়বে ৫০ হাজার মার্কিন সেনা

প্রকাশিত: ১৬:০২, ২ এপ্রিল ২০২৫

ইরানি মিসাইলে পুড়বে ৫০ হাজার মার্কিন সেনা

ছবি: সংগৃহীত

এক, দুই কিংবা ১০০ ও নয়, ইরানের মিসাইলের আওতায় ৫০ হাজার মার্কিন সেনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোন হটখারি পদক্ষেপের জেড়ে ইরানি মিসাইলে ছাই হয়ে যেতে পারে এসব সেনা। আর এসব সেনাকে বিপদের মুখে ঠেলে দিতে যেন আদাজল খেয়ে মাঠে নেমেছেন ট্রাম্প। ইরানে বড় ধরনের হামলা করার কথা এরই মধ্যে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এটি যদি সত্যিই ঘটে তাহলে ইরান যে বসে থাকবে না তা আয়াতুল্লাহ খামেনির কথাতেই স্পষ্ট।

ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব প্রায় ১২ হাজার কিলোমিটার। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোন হামলা চালাতে পারবে না। তাই সম্ভাব্য হামলার জন্য বেছে নেয়া হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে। আর ট্রাম্পকে পরাজিত করতে সেই ঘাঁটিগুলোই এখন নজরবন্দী করছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। বহু বছর ধরেই এক ইরানকে পরাস্ত করতে দেশটির আশেপাশের অঞ্চলগুলোতে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। ইরাক, সিরিয়া, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতে রয়েছে মার্কিন ঘাঁটি। এসব ঘাঁটিতে ৩০ হাজারের মতো মার্কিন সেনা থাকলেও ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন শুরুর পর আরো উল্লেখযোগ্য সংখ্যক সেনা পাঠানয় অঞ্চলটিতে সব মিলিয়ে প্রায় অর্ধ লাখ মার্কিন সেনা রয়েছে। এছাড়াও একটি বিমানবাহী রণতরি তো রয়েছেই। ইরানের সাথে যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্যে আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়ন করছে ট্রাম্পের প্রশাসন আর যুক্তরাষ্ট্রের এসব স্থাপনা রয়েছে ইরানের হাতের নাগালে। ইরানকে ঘিরে এসব ঘাঁটি তৈরি করা হলেও বহু আগে থেকেই মার্কিন স্থাপনাগুলোকে নিশানায় রেখেই নিজেদের অস্ত্র আর পরিকল্পনা সাজিয়ে রেখেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। যার মধ্যে সিরিয়া ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলো প্রতিরোধ দলগুলোর হামলায় জেরবার। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জবাবে এক বছরেই ইরান সমর্থিত প্রতিরোধ দলগুলো মার্কিন এসব ঘাঁটিতে ১৬০ টির বেশি হামলা চালিয়েছে। যাতে হতাহত হয়েছে বহু মার্কিন সেনা।

কুয়েত, সৌদি বা সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে হামলা না হলেও সেগুলোকেও মিসাইলের আওতায় রেখেছে ইরানের বাহিনী। এমনকি কিছুদিন আগেই মার্কিন ঘাঁটিগুলোতে হামলার উপযোগী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে আইআরজিসি। ট্রাম্পের বোমা হামলার হুঁশিয়ারির জবাবে তাই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে মধ্যপ্রাচ্যের ৫০ হাজার মার্কিন সেনাই ইরানের আতস কাঁচের নিচে। তাই যুক্তরাষ্ট্র যেন কোন উস্কানি না দেয়।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=2BLXMxGqtUw

আবীর

×