
পুরো বিশ্ব যখন ঈদুল ফিতর উদযাপনে মগ্ন ঠিক তখনই গাঁজা উপত্যকায় ব্যস্ততা বেড়েছে ইসরাইলি বাহিনীর হামলায় নিহতদের দাফনে।
বিশ্ববাসীর জন্য ঈদ খুশির বার্তা বয়ে আনলেও ফিলিস্তিনদের জন্য তার শোকের মুহূর্তে পরিণত হয়। বোমা হামলা, নিহতদের দাফন, আহতদের সেবা ও বাস্তুচ্যুতির সমস্যা মোকাবেলা করেই কেটে যায় ঈদ। ধ্বংসস্তূপের মধ্যে নেই কোন ঈদের আমেজ। হতাশা ও অনিশ্চয়তায় দিনটি অতিবাহিত হয় গাজাবাসীর। ফিলিস্তিনে হামলার পর ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় এমনটি বর্ণনা করেন আহমেদ সামির নামে একটি ফিলিস্তিনি।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাঁজা ছেড়ে যাওয়া ও জিমিদের মুক্তির দাবি অব্যাহত রেখেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়া হু।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভা হামাসের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। গেল ১৮ই মার্চ গাজায় পুনরায় হামলার পর শত শত মানুষ নিহত হন। এছেড়াও বাস্তুচ্যুত হয় বহু মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইল আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজার মানুষ নিহত হয়। এই অবস্থায় গাজায় ঈদ উদযাপন যেন এক অবাস্তব কল্পনা।
সজিব