ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভারত ও ইউরোপে বড় ধরনের শুল্ক আরোপের পথে ট্রাম্প!

প্রকাশিত: ০৮:০৬, ২ এপ্রিল ২০২৫

ভারত ও ইউরোপে বড় ধরনের শুল্ক আরোপের পথে ট্রাম্প!

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাজার ও কূটনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল থেকে বেশ কয়েকটি বাণিজ্য সহযোগী দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন, যাকে তিনি "লিবারেশন ডে" বা স্বাধীনতার দিন হিসেবে আখ্যায়িত করেছেন। এই সিদ্ধান্তের প্রভাবে আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে ধস নেমেছে, যেখানে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৫%, ন্যাসড্যাক ১.৪%, জাপানের নিকেই ২২৫ সূচক ৪% এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৩% নিচে নেমে গেছে।  

 

 

 

মার্কিন প্রশাসনের দাবি, এই শুল্ক নীতি থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১০,০০০ কোটি ডলার অতিরিক্ত রাজস্ব অর্জন করবে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাণিজ্য যুদ্ধ কোনো সমাধান নয় এবং আলোচনার মাধ্যমেই এই সংকট মোকাবেলা করা উচিত। তিনি আরও উল্লেখ করেছেন যে ইউরোপ তার নিজস্ব প্রযুক্তি ও বাজার সক্ষমতার উপর ভরসা করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।  

 

 

 

এই শুল্ক নীতির আওতায় চীনের পণ্যের উপর ইতিমধ্যে ২০% শুল্ক কার্যকর রয়েছে, অন্যদিকে কানাডা ও মেক্সিকোর উপর ২৫% শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া ভারত ও জাপানের পণ্যের উপর ২ এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানা গেছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন যে এই একতরফা সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। বিভিন্ন দেশ ইতিমধ্যেই প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে, ফলে আগামী দিনগুলোতে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।

আঁখি

×