ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বিমসটেক সম্মেলনে মিয়ানমারের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত: ০০:৪১, ২ এপ্রিল ২০২৫

বিমসটেক সম্মেলনে মিয়ানমারের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগর অঞ্চলের সহযোগিতা জোট বিমসটেকের আসন্ন সম্মেলনে সদস্য দেশগুলোর সব নেতা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক দেশ থাইল্যান্ড। তবে, সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের অংশগ্রহণ এখনো অনিশ্চিত।

মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জান্তা প্রধান মিন অং হ্লাইং এখনো সম্মেলনে অংশ নিতে পারেন, তবে তা ভার্চুয়াল মাধ্যমে হতে পারে।

উল্লেখ্য, বিমসটেকের ২০২৪ সালের সম্মেলন ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এই জোটে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান অন্তর্ভুক্ত রয়েছে।

সুত্র: https://www.reuters.com/world/asia-pacific/all-leaders-due-attend-bimstec-summit-myanmar-junta-chief-unclear-thailand-says-2025-04-01/?utm_campaign=trueAnthem%3A+Trending+Content&utm_medium=trueAnthem&utm_source=facebook&fbclid=IwY2xjawJZEWVleHRuA2FlbQIxMQABHUaAMrVcn8N_ANeiH6XpWRvDfszRrcOgkbhS8OFhS6oZMhc5kpWXDAv9lg_aem_49arAOSefNnqDZMZ3_0cWQ

আসিফ

×