ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

নিয়ম ভেঙ্গে তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা ট্রাম্পের

প্রকাশিত: ০৪:০০, ১ এপ্রিল ২০২৫

নিয়ম ভেঙ্গে তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে রসিকতা করছেন না। তবে এখনই এটি নিয়ে চিন্তা করার সময় নয়। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ টানা বা বিরতি দিয়ে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না।

তৃতীয় মেয়াদে নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, "কিছু উপায় রয়েছে, যার মাধ্যমে এটি সম্ভব," তবে তিনি কোনো নির্দিষ্ট পদ্ধতির বিস্তারিত উল্লেখ করেননি।

১৯৪০ সালে ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন, যা ১৪০ বছরের রীতিকে ভেঙে দেয়। পরে ১৯৫১ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্ট পদের মেয়াদ সীমিত করা হয়।

ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন জানিয়েছেন, ২০২৮ সালে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপায় খুঁজছেন ট্রাম্প ও তার দল। তবে এ বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের ভেতরেই বিতর্ক তৈরি হয়েছে।
 

কানন

×